কোপা আমেরিকায় ফাইনালে মুখোমুখি হন আর্জেন্টিনা ও ব্রাজিল বিগত অনেক বছর পর কোনো ফাইনালে এই দু দলের খেলা। ডি মারিয়ার প্রথম গোল।
তবে খেলার শুরু তেকেই ভালো খেলছিল Argentina ও Brazil। এই দুই দলের খেলায় যেন মেতেছেন পুরো বিশ্বের মানুষ।
১৫ মিনিটে নেইমার কে পাওল করেন আর্জেন্টিনার খেলোয়াড়। নেইমারের পেন্ট ছিরে ফেলে আর্জেন্টিনার খেলোয়াড়।
২১ মিনিটে ডি মারিয়ার গোল।
কার হাতে উঠবে কোপা আমেরিকার শিরোপা? নিজেদের ইতিহাসের দশম কোপা জিতবে ব্রাজিল নাকি ২৮ বছর পর কোপার শিরোপা আবারও ঘরে তুলবে আর্জেন্টিনা? প্রশ্নের উত্তরগুলো না হয় তোলা থাক সময়ের হাতেই!
হেড টু হেড Brazil vs Argentina.
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মুখোমুখি লড়াইয়ে খানিকটা এগিয়ে আছে ব্রাজিল। মুখোমুখি হওয়া ১০৭ ম্যাচে ৪৩ ম্যাচে জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনার জয় ৩৯ ম্যাচে। বাকি ২৫ ম্যাচ হয়েছে ড্র।
কোপা আমেরিকায় এখন পর্যন্ত ৩৩ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিলের জয় ১৫ ম্যাচে, আর্জেন্টিনা জিতেছে ১০টিতে। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।
ব্রাজিল ২-১ আর্জেন্টিনা
সকল পরিসংখ্যান পেছনে ফেলে মাঠের লড়াইয়ে যে দল ভালো করবে শিরোপা উঠবে তারই হাতেই। কোন দলই যে কাউকে এক বিন্দু ছাড় দেবে না সে কথা নিঃসন্দেহেই বলা যায়।
Brazil vs Argentina. Xi
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তানেজ; গঞ্জালো মন্টিল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, মার্কোস আকুয়া; রদ্রিগো দে পল, লিয়ান্ড্রো পার্দেস, জিও লো সেলসো; অ্যাঞ্জেল ডি মারিয়া, লৌতারো মার্তানেজ, লিওনেল মেসি।
ব্রাজিল: এডারসন; ড্যানিলো, মারকুইনহোস, থিয়াগো সিলভা, রেনান লোদি; কেসিমিরো; ফ্রেড; এভারটন, লুকাস প্যাকেট, নেইমার; রিচার্লিসন।